ঢাকা, ২ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ আজ বুধবার বিকালে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
বুধবার বিকাল চারটার সময় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি থেকে এ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত কমিটি নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আওয়ামী লীগের সাবেক সভাপতিম-লীর সদস্য এবং জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং যোগাযোগমন্ত্রী ও সাবেক সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কমিটি নিয়ে নেত্রীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। খুব শিগগিরই আওয়ামী লীগের মুখপাত্র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, কমিটিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসছে না। আগের কমিটির কয়েকজনের পদোন্নতি এবং কিছু পদে নতুন মুখ আসছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ১৯তম জাতীয় সম্মেলনের পর কাউন্সিলের মাধ্যমে আগের কমিটিকে বিলুপ্ত করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলাম পুননির্বাচিত হন। নির্বাচিত হয়ে শেখ হাসিনা বলেছিলেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ ও মুরুব্বিদের সঙ্গে আলোচনার মাধ্যমে কেন্দ্রের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।