ঢাকা, ০২ জানুয়ারি ,বার্তা৭১ ডটকমঃ ভাঙচুর ও গাড়ি পোড়ানোর পৃথক দু’টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৬ মাসের অন্তবর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।
রাজধানীর শেরেবাংলা নগর ও পল্টন থানায় দায়ের এ দু’টি মামলায় গত ১০ ডিসেম্বর মির্জা ফখুরলকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ ডিসেম্বর ওই দুই মামলায় ফখরুলের জামিন আবেদনে নামঞ্জুর করে জজ আদালত।
এরপর মির্জা ফখরুলের পক্ষে করা আবেদনের ওপর বুধবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নী জেনারেল মাহবুবে আলম।
শুনানি শেষে হাইকোর্ট দু’মামলাতেই মির্জা ফখরুলকে অন্তবর্তী জামিন দেন। পাশাপাশি কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধে গাড়ি ভাংচুর মামলায় পরদিন গ্রেফতার হন মির্জা ফখরুল। ১১ ডিসেম্বর তাকে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করানো হয়। আদালত মির্জা ফখরুলকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের আবেদন ও আসামিপক্ষের জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠায়। পরদিন তাকে কাশিমপুর নেয়া হয়। এখন কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এ রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।