বার্তা৭১ ডটকমঃ: বাংলাদেশে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের পক্ষে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের পক্ষেই জনসমর্থন বেড়েছে, কিন্তু অল্প ব্যবধানে এখনো এগিয়ে আছে আওয়ামী লীগ।
একটি বেসরকারি সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চের মাধ্যমে এ নিয়ে ষষ্ঠবারের মতো এ ধরণের জনমত জরিপের ফল প্রকাশ করলো ডেইলি স্টার।
জরিপে দেখা গেছে, যদি বাংলাদেশে আজ নির্বাচন হয়, তাতে আওয়ামী লীগেরই জয়লাভের সম্ভাবনা। দেশের দুই প্রধান নেত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তা গত এক বছরে বেড়েছে বলে জরিপে দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা গত বছরের ৪০ শতাংশ থেকে বেড়ে ৪৮ শতাংশে উঠেছে। অন্যদিকে, বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জনপ্রিয়তা ৩০ শতাংশ থেকে ৩৯ শতাংশে উঠেছে।
অর্থাৎ, শেখ হাসিনা তুলনামূলকভাবে বেশি জনপ্রিয় হলেও, গত বছর জনপ্রিয়তা বৃদ্ধির হার খালেদা জিয়ার বেশি।
তবে, এই তথ্য থেকে আওয়ামী লীগের চিন্তিত হবার কারণও যথেষ্ট, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে।
উত্তরদাতাদের ৬৭ শতাংশ বলেছেন, সামনের নির্বাচন দলীয় সরকারের অধীনে হলে তা নিরপেক্ষ হবে না বলে তারা আশংকা করেন।
ভোটারদের মধ্যে মেরুকরণ
এই জরীপে দেখা গেছে, ভোটারদের মধ্যে মেরুকরণ বৃদ্ধি পাচ্ছে, এবং মানুষ ক্রমশঃ দুটো বৃহৎ দলে সমবেত হচ্ছে।
তৃতীয় বৃহৎ দল জাতীয় পার্টিকে ভোট দেবে বলে জানিয়েছে চার শতাংশ উত্তরদাতা। অন্যদিকে, মাত্র এক শতাংশ মানুষ জামায়াতে ইসলামীকে সমর্থন করার কথা বলেছে।
দুই বছর আগে চালানো জরিপে ২৬ শতাংশ উত্তরদাতা কোন দলের পক্ষে মতামত দেয়নি। কবে এবার অনিশ্চিত ভোটারদের সংখ্যা নয় শতাংশে নেমে এসেছে।
অন্যদিকে, বিএনপির পক্ষে মতামতের সংখ্যা দুই বছর আগের তুলনায় বেড়েছে। অর্থাৎ অনিশ্চিত ভোটাররা মূলত বিএনপির দিকে ঝুঁকছে বলেই মনে হচ্ছে।
কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থনের ব্যবধান যেহেতু মাত্র তিন শতাংশ, তৃতীয় দল এবং অনিশ্চিত ভোটাররা এখনো নির্বাচন নির্ধারণী শক্তি হিসেবে রয়ে গেছে।