বার্তা৭১ ডটকমঃ: ছোটপর্দার প্রিয় মুখ ফারাহ রুমা। তিনি তার সৌন্দর্য দিয়ে এ প্রজন্মের তরুণদের কাছে রীতিমতো স্বপ্নের রানীতে পরিণত হয়েছেন। রুমার অভিনয়শৈলীতে মুগ্ধ হয়ে অনেক পুরুষই তার প্রেমে পড়ছেন। ব্যক্তিজীবনের মতো এবার নাটকেও এক তরুণকে তার প্রেমে হাবুডুবু খেতে দেখা যাবে। সাদাৎ রাসেলের ‘কে তুমি’ শিরোনামে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে একটি খ-নাটকে তাকে তার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে দেখা যাবে। ফারাহ রুমাকে একটি ছেলে পাগলের
মতো ভালোবাসে। তরুণটি রুমাকে নিয়ে একের পর এক স্বপ্ন দেখতে থাকে। তবে নিম্নবিত্ত পরিবারের ছেলে বলে প্রেম প্রত্যাখ্যান হওয়ার ভয়ে রুমাকে ভালোবাসার কথা জানাতে পারে না। এদিকে, রুমাও ছেলেটির প্রেমে পড়ে গেছেন। মনের মানুষের প্রেম প্রস্তাব পেতে তিনি রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। এমনই প্রেমকাহিনী নিয়ে নাটকের পটভূমি গড়ে উঠেছে। এতে ফারাহ রুমার বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান ও নবাগত অভিনেতা তিতাস । এ প্রসঙ্গে ফারাহ রুমা বলেন, ‘নাটকটিতে আমার চরিত্রটি বেশ ইন্টারেস্টিং। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ বর্তমানে ফারহা রুমা একাধিক ধারবাহিক নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য- দেবাশিষ বড়ুয়া দ্বীপের ‘চার কন্যা’, অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কয়েকটি অমীমাংসিত গল্প’, আশরাফ নূরের ‘শেষ কথা’, শেখ সেলিমের ‘মামাবাড়ি’ এবং অঞ্জন আইচের ‘হ্যালুজেইন রহস্য’ ধারাবাহিকের নিয়মিত শুটিং করছেন। ফারাহ রুমা অভিনীত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি অচিরেই মুক্তি পাবে। এ ছবিতে তিনি একজন ধনীর দুলালীর চরিত্রে অভিনয় করেছেন। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। ছবিটি নিয়ে রুমা দারুণ আশাবাদী।