বার্তা৭১ ডটকমঃ তার গ্রামের বাড়ি বগুড়ার জলেশ্বরী তলায়। ২০১০ সালের লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেছিলেন। তবে এরপর তিনি বিগত কয়েক বছরে কোন নাটকে অভিনয় করেননি। করেছেন হাতেগুনা কয়েকটি বিজ্ঞাপনে কাজ। স্বপ্ন ছিলো সবসময় তার ভালো কোন নাট্য নির্দেশকের নির্দেশনায় নাটকে কাজ করার। তবে নায়ক রাজের নির্দেশনায় প্রথমই কোন টেলিফিল্মে কাজ করবেন এমনটা স্বপ্নেরও কল্পনা করেননি অরিন। তাই প্রথম
যেদনি টেলিফিল্মটিতে কাজ করার সুযোগ পেলেন তিনি যেন বিশ্বসই করতে পারছিলেন না। অরিন অভিনীত টেলিফিল্মটির নাম শেষ থেকে শুরু তুমি। এর কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন শারমিন চৌধুরী ইপসিতা। এই টেলিফিল্মেই ারিন নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করলেন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক সম্রাট। অরিন বলেন, ‘ জীবনে কখনো কল্পনাই করিনি রাজ্জাক আংকেলের নির্দেশনায় কাজ করবো। একজন অসাধারণ মানুষ তিনি। খুব গুছানো একটি পরিবারের মতো ইউনিটে কাজ করলাম। খুব ভালোলেগেছে কাজ করে। আমার বিশ্বাস এটি দর্শকেরও ভালোলাগবে।’ অরিন জানান এটি আগামী বিশ্ব ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। ইউডা থেকে ফামার্সিতে অনার্স সম্পন্ন করা অরিনের বাবা রেজাউল করিম ও মা লায়লা করিম। ভাই নাসিফ আর বাবা মা-ই যেন তার সকল কাজের অনুপ্রেরণা। অরিনের স্বপ্ন নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করা। অরিনের স্বপ্ন পূরণ হোক