বার্তা৭১ ডটকমঃ আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের রায় বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সম্ভব নয়। বিরোধী দল দাবি করলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সম্ভব হবে না।
রবিবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দেশের সর্বোচ্চ আদালত রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। সে অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়েছে। তিনি বলেন, বিরোধী দল দাবি করলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সম্ভব নয়।