বার্তা৭১ ডটকমঃ সিটি নির্বাচনে কোনো অনিয়ম হলে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, কোনো প্রকার পক্ষপাতিত্ব ইসি বরদাশত করবে না। সবাইকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিচ্ছি। এর লঙ্ঘন বরদাশত করা হবে না।
তিনি বলেন, তিন সিটি নির্বাচনে ৪৯ হাজার ৩৩৩ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য, নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য, ব্যাপক সংখ্যায় নিরাপত্তা বাহিনীর সদস্য থাকবে। সাধারণ কেন্দ্রে ২২ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ২৪ জন করে ফোর্স দায়িত্ব পালন করবে।
সিইসি বলেন, সব মিলিয়ে ভোটের দিন প্রায় ৮০ হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটারদের আশস্ত করার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সেনা জোওয়ানরা ক্যান্টনমেন্টে প্রস্তুত অবস্থায় থাকবে। ডাকলেই তারা মুভ করবেন। তাদের সঙ্গে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও থাকবেন।
তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি ফেল করলে রিটার্নিং কর্মকর্তা সেনাবাহিনীকে ডাকবে। এছাড়া যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যে, সেনাবাহিনীকে প্রয়োজন তখন তাদের ডাকা হবে।