আফগানিস্তানে তালেবানদের হামলায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের গোর প্রদেশে বাংলাদেশের বেসরকারী সংস্থা ব্র্যাকের কার্যালয়ে এঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আজ আফগানিস্তানের সংবাদ সংস্থা পাজওয়োক আফগান নিউজ এ সংবাদ প্রচার করে। সেখানে বলা হয়, গোরের প্রাদেশিক রাজধানী চাগচারানে বৃহস্পতিবার ভোরে এ আফগানিস্তানে তালেবানদের হামলায় এক বাংলাদেশী নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলের গোর প্রদেশে বাংলাদেশের বেসরকারী সংস্থা ব্র্যাকের কার্যালয়ে এঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আজ আফগানিস্তানের সংবাদ সংস্থা পাজওয়োক আফগান নিউজ এ সংবাদ প্রচার করে। সেখানে বলা হয়, গোরের প্রাদেশিক রাজধানী চাগচারানে বৃহস্পতিবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. মহিউদ্দিন ওই কার্যালয়ের প্রধান কর্মকর্তা ছিলেন। ব্র্যাক কার্যালয়টি প্রদেশটির গোয়েন্দা বিভাগের একটি অতিথিশালা থেকে মাত্র পাঁচশ’ গজ দূরে অবস্থিত। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান কর্নেল মুর্তাজা মুলেশ বলেন, তালেবান জঙ্গির একটি দল হামলা চালালে ঘটনাস্থলেই নিহত হন মহিউদ্দিন। এসময় আরেক বাংলাদেশি সামিউল হক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
হামলার পরে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় একজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। গ্রেপ্তারকৃত হামলাকারী পুলিশকে জানিয়েছে, কার্যালয়ের ভেতরে অবস্থানকারীদের অপহরণ করে তাদের গ্রেপ্তারকৃত সঙ্গীদের সঙ্গে বিনিময় হিসেবে ব্যবহার করতে চেয়েছিলো পাঁচজন হামলাকারীর দলটি। পালিয়ে আসা সামিউল হক জানান, তাদের কার্যালয়ে তার সঙ্গে ঘুমিয়ে থাকা আরেক আফগান কর্মীও অক্ষতাবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন।হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. মহিউদ্দিন ওই কার্যালয়ের প্রধান কর্মকর্তা ছিলেন। ব্র্যাক কার্যালয়টি প্রদেশটির গোয়েন্দা বিভাগের একটি অতিথিশালা থেকে মাত্র পাঁচশ’ গজ দূরে অবস্থিত। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান কর্নেল মুর্তাজা মুলেশ বলেন, তালেবান জঙ্গির একটি দল হামলা চালালে ঘটনাস্থলেই নিহত হন মহিউদ্দিন। এসময় আরেক বাংলাদেশি সামিউল হক সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
হামলার পরে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় একজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি। গ্রেপ্তারকৃত হামলাকারী পুলিশকে জানিয়েছে, কার্যালয়ের ভেতরে অবস্থানকারীদের অপহরণ করে তাদের গ্রেপ্তারকৃত সঙ্গীদের সঙ্গে বিনিময় হিসেবে ব্যবহার করতে চেয়েছিলো পাঁচজন হামলাকারীর দলটি। পালিয়ে আসা সামিউল হক জানান, তাদের কার্যালয়ে তার সঙ্গে ঘুমিয়ে থাকা আরেক আফগান কর্মীও অক্ষতাবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন।