স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন বলেছেন, বিএনপি বিভিন্ন অজুহাতে হরতালের নামে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করছে।
তিনি শুক্রবার দুপুরে উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধ পূর্ণিমা ২০১২ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা ফাটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে।
তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধাপরাধীরা খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগ করেছে। এই মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের ব্যাপারে কোনো আপোষ হবে না। তাদের বিচার কাজ চলছে। এই বিচারকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি।
উত্তরা ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধ সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে শ্রীলংকার হাইকমিশনার শরৎ কুমারা ওরা গোদা, জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব সম্পদ বড়–য়া, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সহ-সভাপতি শাক্যপ্রিয় বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ধর্মীয় সম্পাদক রিটন বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পটিয়া বিহারের অধ্যক্ষ সংঘপ্রিয় থেরো।