বার্তা৭১ ডটকমঃ মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, দিয়েছেন নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বুধবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে যান।
বেলা ১১টায় বৃষ্টির মধ্যেই তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে ও পরে তারা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
তারা সবাই বলেছেন, প্রধানমন্ত্রী যে ‘আস্থা ও বিশ্বাস’ তাদের ওপর দেখিয়েছেন, তার মর্যাদা রাখার চেষ্টা করবেন তারা।
প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হওয়া কামাল বলেন, “জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি। কোনো জঙ্গিকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। অর্থাৎ, প্রধানমন্ত্রী যা বলেছেন, ‘জিরো টলারেন্স’ নীতি চলবে।”
সিলেটে চোর সন্দেহে পিটিয়ে শিশু হত্যার ঘটনা নিয়েও সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন।
কামাল বলেন, “রাজন হত্যা মামলায় যারা ভিডিও ধারণ করেছে, তারা একবারও মনে করেনি যে পুলিশ প্রশাসন সমাজপতি কাউকে খবর দিতে হবে। এটাও আমাদের কাছে তথ্য রয়েছে।”
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় ১৩ বছরের সবজি বিক্রেতা সামিউল আলম রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
২৮ মিনিটের ওই বর্বরতার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে। আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টি সংবাদ শিরোনাম হয়।
মন্ত্রী বলেন, “এখানে আমরা কঠোর অবস্থান নিয়েছি। সবাইকে আইনের আওতায় আনা হবে।”
দশম সংসদ নির্বাচনে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসিকে দলের সিদ্ধান্তে তার আসন ছেড়ে দিতে হয়েছিল জাতীয় পার্টির জিয়াউদ্দিন বাবলুর জন্য। আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় সরকার গঠনের দেড় বছরের মাথায় নুরুল ইসলাম বিএসসি পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের বলেন, “মানবপাচার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। জনশক্তি খাত নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তাহলে বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে তা চিহ্নিত করে সমাধান করা হবে।”
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ তারানা হালিম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব। তরুণ প্রজন্মকে নিয়ে ‘দুর্নীতিমুক্ত সমাজ’ গড়ে তোলার জন্য ‘সর্বোচ্চ ভূমিকা’ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
“আমার প্রথম চ্যালেঞ্জ, স্বজনপ্রীতি-দুর্নীতি যাতে আমার মন্ত্রণালয়ে না হয়। দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমি কাজ করব।”
এবারই প্রথম সংসদে আসা নুরুজ্জামান আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, যে মন্ত্রণালয়ের মন্ত্রী কামরুল ইসলাম ব্রাজিল থেকে ‘পচা’ গম আামদানির অভিযোগের কারণে সমালোচনার মধ্যে রয়েছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নুরুজ্জামান সাংবাদিকদের বলেন, “ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রশ্নের সম্মুখিন হওয়ার মত কোনো সুযোগ যাতে না থাকে, সে জন্য আমি সর্বোচ্চ সতর্ক থাকব।”
গমের বিষয়ে মন্ত্রণালয় কোনো তদন্ত করবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমি নতুন দায়িত্ব পেয়েছি। মন্ত্রণালয়ে যাওয়ার পর এ বিষয়ে বলতে পারব।
আওয়ামী লীগের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদনের সময় সেখানে উপস্থিত ছিলেন।