বার্তা৭১ ডটকমঃ ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষের ডেপুটি স্পিকারের কথিত নগ্ন একটি ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগ করেছেন।
লন্ডন থেকে প্রকাশিত ব্রিটিশ সংবাদপত্র দ্যা সান এই ভিডিওটি প্রকাশ করে । যাতে হাউজ অব লর্ডসের ডেপুটি স্পিকার লর্ড সেভেলকে যৌনকর্মীদের সাথে নগ্ন অবস্থায় দেখা গেছে।ভিডিওতে দেখা গেছে তিনি যৌন কর্মীর নগ্ন বুকের ওপর কোকেনের পাউডার রেখে পাঁচ পাউন্ডের নোট দিয়ে গোল করে সেটার ভেতর দিয়ে ধোয়া টেনে নিচ্ছেন।
এই ঘটনায় স্তম্ভিত হয়েছেন হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারনেস ডি’সুজা।তিনি বলেছেন, এধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।
তিনি জানান, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর ঘটনাটি তদন্ত করে দেখার জন্যে তিনি পুলিশকেও নির্দেশ দিয়েছেন।