বার্তা৭১ ডটকমঃ পাবনা সদর উপজেলায় নাজমুল হোসেন আঙ্গুর (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে জামাত শিবির কর্মী ক্যাডার মামুন ও তার সহযোগি সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিল ভেদুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নাজমুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত নাজমুলের বাবার নাম আহম্মদ হোসেন। পাবনা পৌর এলাকার নুরপুর মহল্লায় তাদের বাড়ি।
নাজমুলের ভাই অ্যাডভোকেট সুজা উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে নাজমুল এক আত্মীয়ের নামাজে জানাজায় অংশ নিতে বিল ভেদুরী গ্রামে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে তার ওপর হামলা চালায় জামাত শিবির কর্মী ক্যাডার মামুন ও তার সহযোগিরা।
এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে নাজমুলকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, নাজমুলকে ঢাকায় নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।