বার্তা৭১ ডটকমঃ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল জেমস মাট্টিসের নাম ঘোষণা করেছেন দেশটির নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওহাইও অঙ্গরাজ্যে ‘ইউএসএ থ্যাংক ইউ ট্যুর ২০১৬’র অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
মাট্টিসকে ‘সবচেয়ে সেরা’ বলে অভিহিত করে ট্রাম্প জানান, ‘ম্যাড ডগ’ মাট্টিসকে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন। আগামী সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। তিনি বলেন, মাট্টিস একজন খাঁটি জেনারেল।
জেনারেল মাট্টিস ‘ম্যাড ডগ’ হিসেবে পরিচিত। তিনি ওবামা প্রশাসনের ঘোর সমালোচক। ওবামার মধ্যপ্রাচ্য নীতি বিশেষত ইরান ইস্যু নিয়ে প্রকাশ্যে তিনি সমালোচনা করেন। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য ইরানকে তিনি একমাত্র হুমকি বলে মনে করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা যায়, মাট্টিস ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ ও ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন সেনা অভিযানের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। নৌবাহিনীর জেনারেল মাট্টিস যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ছিলেন। ২০১৩ সালে তিনি অবসরে যান। সূত্র: বিবিসি