বার্তা৭১ ডটকমঃ
জেলা পরিষদ নির্বাচনের তফসিল কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জেলা পরিষদ নির্বাচন আইনের তিনটি ধারা (৪-এর ২, ১৭ ও সংশোধিত ২০১৬ সালের ৫) কেন বাতিল করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) রুলের জবাব দিতে বলা হয়েছে।
রবিবার দুপুরে রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
এ ছাড়া একই বিষয় নিয়ে ২০০০ সালে করা একটি রিটও এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে দুটি রিটের একসঙ্গে শুনানি হবে। ওই রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল। ঢাকা জেলা পরিষদের পক্ষ থেকে সে সময় রিটটি করা হয়েছিল।
এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ বলেন, যেহেতু মামলাটি বিচারাধীন, তাই নির্বাচন না করাটাই যুক্তিযুক্ত। তবে নির্বাচন স্থগিত করে কোনো আদেশ দেননি আদালত, কেবল রুল জারি করেছেন।
সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশে নির্বাচন হবে সরাসরি জনগণের ভোটে। কিন্তু জেলা পরিষদ আইনের ৪, ৫ ও ১৭ নম্বর ধারার আলোকে নির্বাচন করা হচ্ছে নির্বাচকমণ্ডলীর মাধ্যমে। এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই তিনটি ধারা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে বলেও জানিয়েছেন এই আইনজীবী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।