বার্তা৭১ ডটকমঃ
দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়েছে। আগামী ১২ ডিসেম্বর শেষ হবে এই অধিবেশন। রবিবার বিকেল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টার কমিটির বৈঠক হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ঠিক করা হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকেল চারটায় অধিবেশন শুরু হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ এবং আইনমন্ত্রী আনিসুল হক।
অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।
সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- মীর শওকাত আলী বাদশা, সাগুফতা ইয়াসমিন, মাহবুব আলী, ফখরুল ইমাম ও নজরুল ইসলাম চৌধুরী।
এরপর স্পিকার শোক প্রস্তাব উল্থাপন করেন। সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, সাবেক সংসদ সদস্য জিয়াউল হক, মোজাহার হোসেন, মাহবুবুর রব সাদী, মোকলেসুর রহমান, সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস মোহাম্মদ হুমায়ন কবীরের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজ, রাজনীতিবিদ অজয় রায়, জাতীয় অধ্যাপক এম আর খান, মুক্তিযোদ্ধা ডা. মোয়জ্জেম হোসেন, কনসার্ট ফর বাংলাদেশের শিল্পী লিওন রাসেলের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।
এছাড়া ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনা, বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবলারসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের স্মরণেও শোক প্রকাশ করা হয়।