বার্তা৭১ ডটকমঃ
দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের পক্ষে দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে। এখন দেশটির সাংবিধানিক আদালত সিদ্ধান্ত নেবে- এ সিদ্ধান্ত কার্যকর করা হবে নাকি বাতিল করা হবে। কার্যকর হলে ক্ষমতা থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হবে তাকে। শুক্রবার সকালে দেশটির সংসদে এ ভোটাভুটি শুরু হয়।
বিবিসির অনলাইন ভার্সনে বলা হয়, দেশটির সংসদের ৩০০টি আসনের মধ্যে পার্কের অভিসংশনের পক্ষে ভোট পড়েছে ২৩৪টি। অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৫৬টি। ফলে বোঝাই যাচ্ছে তার দলের নেতারাও অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সংসদে তিনটি বিরোধী দল প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের জন্য দেশটির সংসদে একটি প্রস্তাব তোলে। তাতে সমর্থন দেন দেশটির স্বতন্ত্র সংসদ সদস্যরা; এমনকি পার্কের নিজ দলের অনেক সদস্যও ওই প্রস্তাবের পক্ষে সমর্থন দেন।
বিরোধীদলগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট পার্ক রাষ্ট্রীয় সংবিধান লঙ্ঘন করেছেন এবং ঘনিষ্ঠ বান্ধবী চই সুন-সিলের সঙ্গে গোপন সমঝোতার ভিত্তিতে তিনি অর্থনৈতিক দুর্নীতি করেছেন। এরইমধ্যে তার বান্ধবী চই সুনকে আটক করা হয়েছে এবং তিনি কারাগারে আছেন। পার্ককেও আটকের দাবি করেছেন বিরোধীরা। সূত্র: বিবিসি