বার্তা৭১ ডটকমঃ রোহিঙ্গাদের ‘রোহিঙ্গা’ বলা থেকে বিরত থাকছিলেন তিনি। বিস্তর সমালোচনা হচ্ছিল। বাংলাদেশ ও মিয়ানমার সফরে অবশেষে রোহিঙ্গাদের রোহিঙ্গা বলেই সম্বোধন করলেন পোপ ফ্রান্সিস।
শুক্রবার বালুখালি ক্যাম্প থেকে পোপের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসা হয় ১৬ রোহিঙ্গাকে। এ সময় পোপ ফ্রান্সিস বলেন, ‘আজকে সৃষ্টিকর্তার উপস্থিতির নামও রোহিঙ্গা’ (The presence of God today is also called Rohingya.)
এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নেন পোপ ফ্রান্সিস। লক্ষাধিক মানুষ এতে অংশ নেয়।
সমাবেশে পোপ বলেন, আমি জানি আপনারা অনেক দূর থেকে এসেছেন, দুই দিনের সফরে। আপনাদের উদারতার জন্য ধন্যবাদ। এতেই বোঝা যায় গির্জার জন্য আপনাদের ভালোবাসা কেমন।’
বাংলাদেশে আসার আগে মিয়ানমার সফর করেন পোপ ফ্রান্সিস। সেখানে তিনি রোহিঙ্গা শব্দ করেননি। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন বেরিয়েছিল। মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের কখনোই রোহিঙ্গা হিসেবে অভিহিত করে না।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর থেকে ৬ লাখ ২৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা, গণধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, নির্যাতনের অভিযোগ এনেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। জাতিসংঘ বলেছে, রাখাইনে ‘জাতিগত নিধন’ চলছে।