বার্তা৭১ ডটকমঃ সামাজিক ভাবে সফল হওয়ার জন্য যে কোন ব্যক্তির সাথে আলাপ জমাতে পারা একটি বড় যোগ্যতা। পেশাগত জীবনেও এর গুরুত্ব অনেক। জেনে নিন যেকোন ব্যক্তির সাথে আড্ডা জমানোর পাঁচটি উপায়।
১. আপনার দিনকাল কেমন যাচ্ছে?
আপনার সামনের লোকটিকে যদি এ প্রশ্নটি দিয়ে অভ্যর্থনা জানান তাহলে আলাপ শুরু হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আলাপ শুরু হয়ে সেটা বন্ধুত্বে রূপ নেয়।
২. আন্তরিকভাবে বিস্তারিত জানতে চান
আলাপ শুরু হলে বিভিন্ন জায়গা তৈরি হয় আড্ডা এগিয়ে নিয়ে যাওয়ার। আড্ডা জমাতে হলে কথা আগাতে হবে। এজন্য তার কাছ থেকে আন্তরিকভাবে বিস্তারিত জানতে হবে। দেখা যাবে কথা আগাচ্ছে।
৩. পরোপকারী মানসিকতা রাখুন
আপনি কারো উপকার করলেন, এমন হতে পারে সে হয়তো আপনার সাহায্য প্রত্যাশাই করেনি কিন্তু সেটা দরকার ছিল। আপনার সামনের লোকটির কোন প্রয়োজনে পাশে দাড়ান দেখবেন আলাপ জমে গেছে। সম্পর্ক দীর্ঘস্থায়ী করার ভিত্তিমূল স্থাপন হবে এই ক্ষুদ্র কিন্তু মহান প্রচেষ্টায়!
৪. পরিবেশ পরিস্থিতি ও ব্যক্তি অনুযায়ী চরিত্র নিন
আপনার সামনে আসা এক একজন ব্যক্তি এক এক ধরনের চরিত্র। তার গড়ে উঠা, বেড়ে উঠা ভিন্ন। সবার সাথে আপনার একটি পরিচয় দিলে আগানো কঠিন হবে। তাছাড়া আমাদের প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন পরিচয় থাকে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কাজ করি, অনেকগুলো ভুবনের আমরা বাসিন্দা। তাই আপনি আপনার সামনে থাকা বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন পরিচয় দিলে মন্দ হয়না। যেমন আপনি হয়তো কোন কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন কিন্তু আপনি ঘুরতে ভালোবাসেন। আপনি যদি বলেন আপনি একজন ভ্রমণপিয়াসু-তাতে তো সমস্যা হচ্ছে না। আপনি হয়তো ব্যাংকে চাকরি করেন কিন্তু আপনি লিখতে পছন্দ করেন বা লেখালেখি করেনও তাহলে আপনি যদি পরিচয় দেন আপনি লেখক তাহলে বেশ হয় না? আপনি যেমন বৈচিত্র্য পছন্দ করেন আপনার সামনে থাকা মানুষটিও হয়তো সেটা পছন্দ করে। আপনার ভিন্ন ভিন্ন পেশা ভিন্ন ভিন্ন মানুষকে কাছে টানতে পারে।
৫. আপনার মধ্যে যেন একটা আর্জেন্সি থাকে
আপনি আপনার সামনে উপস্থিত আগন্তুকের কাছ থেকে কিছু জানতে চান এবং সেটা আন্তরিকভাবেই। তবে যে জিনিসটা জানতে চাচ্ছেন সে ব্যাপারে যেন আপনার সিরিয়াসনেস থাকে এবং সেটা দ্রুত জানতে আগ্রহী তেমন একটা ভাব দেখান। আপনি শুধু অযথা কোন জিনিস জানতে চাচ্ছেন ব্যাপারটা যেন এমন না হয়। আপনি সত্যিকারই আগ্রহী সেটা যেন আপনার আচরণে স্পষ্ট থাকে। এবং যে জিনিসটা নিয়ে জানতে চাচ্ছেন সেটা নিয়ে যেন আপনার আর্জেন্সি স্পষ্ট থাকে।