বার্তা৭১ ডটকমঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজী হায়াৎ হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে হৃদরোগজনিত কারণে ভর্তি হয়েছেন বলে জানান তাঁর ছেলে কাজী মারুফ। বেশ কিছুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।
এর আগে ২০০৪ সালে কাজী হায়াতের হৃৎপিণ্ডে চারটি রিং পরানো হয়। ঠিক এক বছর পর ২০০৫ সালে ‘ওপেন হার্ট সার্জারি’ করা হয়। আবারো হৃৎপিণ্ডে সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি হাসপাতালে ভর্তি হন তিনি।
কাজী হায়াৎকে চিকিৎসার জন্য ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন। বিষয়টি নিয়ে তখন তিনি বলেছিলেন, ‘এটা টাকা নয়, এটা সম্মান। তবে আমি মনে করি, আমার মতো যাঁরা সৃষ্টিশীল কাজ করেন, তাঁদের পুরো চিকিৎসার ভার সরকারের নেওয়া উচিত।’
‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াৎ। এ ছাড়া বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনাও করেন তিনি। তা ছাড়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই নির্মাতা। চলচ্চিত্র ক্যারিয়ারে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।