বার্তা৭১ ডটকমঃ বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য।
গত ১৮ মার্চ পূর্ব লন্ডনের এলএসসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘কারাবন্দি খালেদা জিয়া ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যত’ শীর্ষক এক সেমিনারে এ দাবি করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীই নন তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাই বর্তমান আওয়ামী লীগ সরকারের মিথ্যাচারের মামলায় তার কারাবাস যত দীর্ঘায়িত হবে ততোই দেশের গণতন্ত্রের উত্তোরণের পথ রুদ্ধ হয়ে যাবে। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্যের আহবায়ক ড. কে এম এ মালেক।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেছুর রহমান, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র যুগ্ম আহবায়ক নসরুল্লাহ খান জুনায়েদ। সেমিনারটি পরিচালনা করেন সদস্য সচিব ব্যারিস্টার তারিক বিন আজিজ।
আরো বক্তব্য রাখেন সাংবাদিক আখতার মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহিন আহমেদ, , মেজবাহ উল ইসলাম বাবু, ড. আব্দুস সবুর, সাংবাদিক মাহবুবুর রহমান, সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন, মো: মাহবুবুর রহমান, সরফুজ্জামান সরফু, এড. ফয়সাল আহমেদ, এড. মাসুম বিল্লাহ., কামরুল ইসলাম এমবিএ, কমিউনিটি লিডার মাইনুদ্দিন আহমেদ, এমদাদ হোসেন খান, আল ফেরদৌস, ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম কাবেরী, একাউনটেন্ট মামুন ভূইয়া, ডা. সুমন আহমেদ, যুবদল নেতা দেওয়ান আব্দুল বাসিত, মানিক জামান, মো: রাকিব, সাবেক ছাত্রনেতা এস এম বদরুল ইসলাম প্রমুখ।