বার্তা৭১ ডটকমঃ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) এক নারীর সিজার করার সময় নবজাতককে দ্বিখণ্ডিত করে ফেলার ঘটনায় ৬ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাদের অব্যাহতি দেয়া হয়।
এর আগে গত ২৫ মার্চ সিজার করার সময় এক নারীর জরায়ুসহ গর্ভের শিশুর মাথা বিছিন্ন করার ঘটনায় কুমিল্লার সিভিল সার্জন, কুমিল্লা মেডিকেলের পরিচালক ও অপারেশনের সঙ্গে সংশ্লিষ্ট ৫ চিকিৎসককে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।
‘ডাক্তার দুই খণ্ড করলেন নবজাতককে’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
ওইদিন পত্রিকা দুটি আদালতের নজরে আনেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান ও আইনজীবী শেগুফতা তাবাসসুম।
অস্ত্রোপচারে অংশ নেয়া পাঁচজন চিকিৎসক হলেন- ডা. নসারিন আক্তার পপি, ডা. আয়েশা আফরোজ, ডা. জানিরুল হক, ডা. দিলরুমা শারমীন ও ডা. করুণা রানী কর্মকার।