ইন্টারনেটে সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা প্রিসিলা চ্যানকে।
ফেসবুক স্ট্যাটাসে শনিবার বিয়ের কথা জানান তিনি। সঙ্গে পোস্ট করেছেন বিয়ের একটি ছবিও।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পালো আলতোয় জুকারবার্গের নিজ বাসভবনে বিয়ের অনুষ্ঠাটি হয় বলে জানিয়েছে বিবিসি।
গত সোমবার ২৭ বছর বয়সী চ্যান মেডিকেল গ্রাজুয়েট হয়েছেন। একইদিন জুকারবার্গ পা দেন ২৮ বছরে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিতরা বিয়ের কথা জানতেন না। তারা ভেবেছিলেন চ্যানের গ্র্যাজুয়েশন উদযাপনের জন্যই বুঝি এই অনুষ্ঠান।
বিয়ের আসরে নিজের নকশা করা রুবি পাথরের একটি আংটি কনে চ্যানকে পড়িয়ে দেন জুকারবার্গ।
নয় বছর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চ্যানের সঙ্গে জুকারবার্গের পরিচয় হয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেইসবুকের সূচনা করেন জুকারবার্গ।
ফেইসবুক এখন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট হয়ে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী ফেইসবুকের সদস্য এখন ৯০ কোটি।
গত শুক্রবার নাসডাক স্টক এক্সচেঞ্জে ফেইসবুকের শেয়ারের লেনদেন শুরু হয়।