বাংলাদেশের চিত্রকলাকে অনেকদূর এগিয়ে দিয়ে চলে গেলেন শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ, যিনি ছিলেন এ দেশে ছাপচিত্রকলার পথিকৃৎ।
শনিবার রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই শিল্পী। তার বয়স হয়েছিল ৯০ বছর।
পরিবারের সদস্যরা জানান, সফিউদ্দীন আহমেদ বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পর গত তিন দিন ধরে তিনি ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
সফিউদ্দীন আহমেদের ছেলে আহমদ নজির জানান, শনিবার সকালে শিল্পীর অবস্থার আরো অবনতি ঘটে। এক পর্যায়ে তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে। দেহের অন্যান্য অংশও ঠিকমতো সাড়া দিচ্ছিল না।
শনিবার রাতে শিল্পগুরুর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, ছাত্র ও শিল্পানুরাগীদের অনেকেই এই শিল্পীকে শেষবারের মতো দেখতে রাতে হাসপাতালে যান।
সোমবার সকাল ৮টায় শিল্পী ও শিল্পানুরাগীদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে গ্যালারি চিত্রকে। এরপর সকাল ১০টায় শিল্পীর কফিন নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ শিল্পগুরুর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন।
এরপর বেলা ১২টায় মরদেহ নিয়ে যাওয়া হবে শিল্পীর পুরনো কর্মস্থল চারুকলা অনুষদে।