আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলকে দেখা না যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
অধিবেশন শুরুর একদিন আগে শনিবার বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছা তাদের থাকলেও বিরোধী আটজন সংসদ সদস্য কারাগারে থাকায় তাদের নতুন করে ভাবতে হচ্ছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বাজেট অধিবেশনে বিরোধী দলের না যাওয়ার ইঙ্গিত দেন।
তবে সংসদে যোগ দেওয়া কিংবা না দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির সংসদীয় দলের বৈঠকেই হবে বলে জানান সংসদ সদস্য মওদুদ।
আগামী ৭ জুন সংসদে অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব উপস্থাপনের আগেই বিএনপির সংসদীয় দলের বৈঠক হবে বলে জানান তিনি।
হরতালের মামলায় বিএনপিসহ বিরোধী দলের পাঁচ জন সংসদ সদস্য বর্তমানে কারাবন্দি। তারা হলেন- এম কে আনোয়ার, অলি আহমদ, মাহবুবউদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আন্দালিব রহমান পার্থ।
নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য মাহবুবউদ্দিন খোকনের মুক্তি দাবিতে সকালে মানববন্ধন করে তার এলাকার বিএনপি সমর্থকরা, যাতে অংশ নেন নোয়াখালীর বাসিন্দা তবে বগুড়া থেকে সংসদে প্রতিনিধিত্বকারী মওদুদ।
মওদুদ বলেন, “আমাদের আশা ছিল, বাজেট অধিবেশনে যোগ দেব। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আমাদের ৮ জন সংসদ সদস্যকে মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে সরকার।”
“সরকার বর্তমান সংসদকে অকার্যকর করে রেখেছে। গত অধিবেশনে আমরা সংসদে যোগ দিয়েছিলাম। কিন্তু আমাদের সংসদ সদস্যদের অনেককেই কথা বলতে দেওয়া হয়নি। জনগুরুত্বপূর্ণ ও মুলতবি প্রস্তাবের একটিও গ্রহণ করা হয়নি,” যোগ করেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলার চরফ্যাশান-মনপুরা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে বিএনপি নেতা নাজিম উদ্দিন আলমের মুক্তি দাবিতে মানববন্ধনেও যোগ দেন মওদুদ।
তিনি বলেন, “সরকার যদি ভেবে থাকে নেতাদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখলে আন্দোলন বন্ধ হয়ে যাবে, তবে তারা ভুল করবে। বরং এই আন্দোলন চলছে, চলবেই।”
বিচারিক আদালতে সরকার প্রভাব খাটাচ্ছে অভিযোগ করে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে। ইনশাল্লাহ সেখানে আমরা ন্যায়বিচার পাব। আশা করি, নেতারা জামিনে মুক্ত হয়ে আসবেন।”