বার্তা ৭১ ডট কমঃ চাকরির মেয়াদ বাড়ানোর দাবিতে অনশনে যোগ দিয়েছিলেন মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন। দাবি পূরণ হওয়ার আগেই চিরতরে চলে গেলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে জাতীয় প্রেসকাবের পাশের রাস্তায় অনশন কর্মসূচী পালনকালে রোববার অসুস্থ হয়ে পড়া এই মুক্তিযোদ্ধা আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির বয়সসীমা ৬১ বছর করার দাবিতে রোববার থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনের সড়কে আমরণ অনশন কর্মসূচী পালন করে আসছেন সরকারি চাকরিরত মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা আওলাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। অনশনরত অবস্থায় রোববার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। আজ সকাল ৯টায় সেখানেই তিনি মারা যান। মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন বিআইডাব্লিউটিএ-তে কর্মরত ছিলেন। তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ২০০৯ সালে ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়। তবে সবার চাকরির বয়স আরও দুই বছর বাড়ানো হলেও মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীরা তাদের ক্ষেত্রে বয়স ৬১ বছর করার দাবি জানিয়ে আসছেন। এই দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়াসহ নানা কর্মসূচির পালনের পর আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এই কর্মসূচিতে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন।