ঢাকা, ৩০ মে: আগের চেয়ে পুলিশ ভালো হয়েছে বলে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ‘আমার ডান পা ভাঙা, আগে এ রকম ঘটনাও ঘটেছে।’ পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহণ সেক্টরে চাঁদাবাজি ও অন্যান্য সমস্যা সমাধানে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, “এক লাখ ৪১ হাজার পুলিশ রয়েছে। এর মধ্যে যে সবাই ভালো হবে, তা বলব না। তবে পুলিশকে জনবান্ধব হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে।”
সাহারা খাতুন দাবি করেন, “গত সাড়ে তিন বছরে যখনই পুলিশ ব্যত্যয় ঘটিয়েছে, তখনই ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও ব্যবস্থা নেয়া হবে।”
সভায় পরিবহণ সেক্টরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, আগামী পাঁচ মাসের মধ্যে সব যানবাহনে ডিজিটাল নম্বরফলক লাগাতে হবে। ছিনতাই ঠেকাতে সব মালবাহী গাড়িতে জিপিএস লাগাতে হবে।
মহাসড়কগুলোতে লাইসেন্স ছাড়া কোনো নসিমন, ইজিবাইক যাতে না চলতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া সমস্যা সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া সাংবাদিকদের পুলিশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে সংবাদ সংগ্রহের পরামর্শ সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মন্তব্য বিকৃত করা হয়েছে বলেও দাবি করেন সাহারা খাতুন।
উল্লেখ্য, পুলিশের হাতে প্রথম আলোর তিন ফটোসাংবাদিকসহ সব সাংবাদিক নির্যাতনের ব্যাপারে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের একটু দূরে থাকার পরামর্শ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিভিন্ন গণমাধ্যমে বুধবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।