স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পেয়ে রাগে-ক্ষোভে আত্মহত্যা করেছেন পৌরান শাহু নামের এক ভারতীয় পুরুষ। শনিবার সন্ধ্যায় ব্যাঙ্গালুরুর সরকারি কোয়ার্টারে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পৌরান (২২)। রাত ৯টায় কোয়ার্টারের নিজের ঘরে ঢুকে স্ত্রী মঞ্জুকে সহকর্মী শিবের সঙ্গে বাথরুমে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান পৌরান। শিব দৌড়ে চলে গেলে স্ত্রীকে দু’বার মারেন তিনি। তারপর কিচেন রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন। ডাকাডাকি করলেও দরজা না খোলায় প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পান বলে পুলিশকে জানান তার স্ত্রী। মঙ্গলবার এ খবর দিয়ে স্টার অনলাইন মালয়েশিয়া জানায়, স্ত্রীর দাবি শিব জোর করে তাকে নিপীড়ন করছিল। কিন্তু তার স্বামী ভুল বুঝে আত্মহত্যা করে।