বার্তা ৭১ ডট কমঃ সম্প্রতি নিতু চন্দ্রার অভিষেক হয়েছে একটি আন্তর্জাতিক চলচ্চিত্রে। গ্রিক ও ইংরেজি ভাষায় ছবিটি নির্মাণ করছেন গ্রিসের নির্মাতা কাইরাকোস টোফারিডিস। এ ছবিতে কিছু নগ্নদৃশ্যেও ক্যামেরাবন্দি হবেন নিতু। ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছেন তিনি। তবে নগ্নদৃশ্যের পাশাপাশি এ ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্যে কাজ করতে হচ্ছে নিতুকে। তাই এ ছবির শুটিংয়ের পাশাপাশি কুংফু শিখছেন তিনি। আর এ ক্ষেত্রে চেষ্টা তার বাড়াবাড়ি রকমের। এ কারণে ছবির একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে সম্প্রতি মারাত্মক আহত হয়েছেন এ অভিনেত্রী। পরিচালকের নির্দেশের চেয়ে বেশি সাহসিকতার সঙ্গে অ্যাকশন দৃশ্যটিতে পারফরমেন্স করতে গিয়ে নিতু পড়ে যান। এতে তিনি মাথা ও পায়ে ব্যথা পেয়েছেন। বিশেষ করে পা মচকে যাওয়ায় চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। বিশ্রাম চলবে এক সপ্তাহ। ছবিতে একজন লড়াকু নারীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। শুটিংয়ের ঠিক চারদিনের মাথায় আহত হলেন নিতু। বিষয়টি নিয়ে অবশ্য খুব বেশি উদ্বিগ্ন নন তিনি। বরং বেশ আত্মবিশ্বাস দেখা গেছে তার মধ্যে। শুটিংয়ে অংশ না নিলেও চিকিৎসকদের মানা সত্ত্বেও নিতু কুংফু ঠিকই প্র্যাকটিস করছেন। প্রতিদিন তাকে প্রশিক্ষক নতুন নতুন কৌশল শেখাচ্ছেন। আর তা বেশ আগ্রহের সঙ্গেই শিখছেন নিতু। এ বিষয়ে তিনি বলেন, শুটিং করতে পারছি না বলে অনেক খারাপ লাগছে। পায়ের ব্যথাটা এখনও রয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবো বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এর মাঝে কুংফু শেখাটা দারুণ উপভোগ করছি। প্রতিদিনই নতুন নতুন বিষয় শিখছি। ছোটবেলা থেকেই আমার এ বিষয়ে আগ্রহ ছিল। কিন্তু কোন দিন শেখা হয়নি। তাই গ্রিসে এসে এখন ছবির পাশাপাশি কুংফু শিখতে পেরে ভাল লাগছে।