নূর মোঃ দেওয়ান সিয়াপ (নারায়নগঞ্জ জেলা)
বার্তা ৭১ ডট কমঃ পৃথিবীর আদিকাল থেকে সাংবাদিকতা আক্তা মহৎ পেশা হিশেবে পরিচিত । তারা একটি দেশের স্বাধীনতা ও গনতন্ত্রের রক্ষক । একটি জাতি গঠনে তাদের ভুমিকা অপরিশিম। কিন্তু সেই পোশাখেই আজ ব্যাবসা হিসেবে রূপান্তর করেছে কিছু অসাধু সাংবাদিক ও সম্পাদক । স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার পরিবর্তে তারা সাংবাদিকতার নামে খুলেছে নতুন ব্যাবসা । আর আমন এমন ব্যাবসাই করে চলেছে নারায়নগঞ্জের কিছু লোকাল পত্রিকা । তাকার বিনিময়ে মিথ্যা সংবাদ পরিবেশন , মানুষকে হয়রানি ও বানোয়াট সংবাদ প্রচারের মাধ্যমে চালিয়ে যাচ্ছে তাদের সংবাদ ব্যাবসা ।
সাংবাদিকতার ক্ষেএে শিক্ষাগত যোগ্যতা একটা গুরত্তপুর্ন বিশয়, কিন্তু দুক্ষজনক হলেও সত্য যে , যারা ঐ সব পত্রিকাগুলোতে সাংবাদিক হিসেবে কাজ করছেন তাদের মধ্যে অনেকেরই নেই শিক্ষাগত যোগ্যতা । তাদের মধ্যে অনেকেই শুধুমাত্র এস, এস, সি পাশ । তবুও তাদের মিলছে সাংবাদিকতার পরিচয়পত্র …….কিভাবে??? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন –মাত্র ৫০০-১০০০ টাকা সম্পাদকের পকেটে তুলে দিলেই মিলবে সাংবাদিকতার পরিচয়পত্র । তারপর চলবে নিজের ব্যাবসা …………….!
এই সম্পর্কে নারায়নগঞ্জের সুশীল সমাজের কাছে জানতে চাইলে তারা বলেন-ঐ সমস্ত সাংবাদিকনামী প্রতারকদের কাছে আজ নারায়নগঞ্জবাসী জিম্মি । তারা আরো বলেন সাংবিধানিকভাবে গণমাধ্যমের সাধিনতা স্বাধীনতা থাকায় ঠেকানো যাচ্ছেনা ঐ সমস্ত পত্রিকাগুলোকে ।তবুও নারায়নগঞ্জের মানুষ মুক্তি চায় । ঐ সমস্ত প্রতারক সাংবাদিক ও সম্পাদকের হাত থেকে মানুষ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা চায় । তাদের দাবী ঐ সমস্ত পত্রিকার রেজিস্ট্রেশান বাতিল করা হাউক, তবেই মিলবে নারায়নগঞ্জের মানুষের এই সমস্যার সমাধান ।
Fine site it is.