ঢাকা, ১৮ জুন: মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মীর কাসেম আলীর জামিন আবেদনের বিষয়ে মঙ্গলবার আদেশের দিন ধার্য করা হয়েছে।
সোমবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জামিনের আবেদনের বিষয়ে শুনানি শেষে এ আদেশ দেন।
সোমবার সকাল ১০টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয় মীর কাসেম আলীকে। পরে সাড়ে ১০ টায় এজলাসে নিলেও মাওলানা সাঈদীর মামলার শুনানি শেষ করে মীর কাসেম আলীর জামিন আবেদন শুনানি শুরু করেন ১১টায়।
মীর কাসেম আলীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। ব্যারিস্টার রাজ্জাক বিভিন্ন যুক্তি তুলে ধরেন মীর কাসেম আলীর জামিনের পক্ষে। অন্যদিকে এর বিরোধিতা করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম।
পরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জামিন বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করে দেন।
ট্রাইব্যুনাল আদেশে মঙ্গলবার আবারো সকাল সাড়ে ১০টায় মীর কাসেম আলীর মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানান ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
এর আগে গতকাল রোবাবার তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রোবাবার বিকাল ৪ টা ১০ মিনিটে কড়া পুলিশের প্রহরায় তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় হাজির করা হয়। কিন্তু কাল আদালত না বসায় শুনানি না করে সোমবার এ বিষয়ে শুনানি হবে বলে জানায় ট্রাইব্যুনাল।