মন+দৃষ্টিভঙ্গি= সেক্স
একটা সময়ে সকলেই ভালো পোশাক পরিধান করেন, সুন্দরভাবে সাজগোজ করছেন এবং সুন্দর মানসিকতা নিয়ে ঘর থেকে বের হন। একজনকে দেখতে সেক্সী মনে হওয়াটা বিষয় নয়। বিষয়টা হলো একজন অন্য জনকে সেক্স অনুভব করতে না পারলে তাহলে কোনো লাভ নেই। আমি চলচ্চিত্র শিল্পের অনেককেই চিনি যারা ডিজাইনারদের পরিকল্পিত পোশাক পরেন। বিদেশ থেকে আনা জুতা পরেন। কিন্তু উনারা নোংরা। এটা একটা অদ্ভুদ বিষয়। একজনকে দেখতে উঞ্চ এবং সুন্দর দেখালেই চলবে না। মনের দিক থেকেও তাকে সেক্স অনুভব করতে হবে। এটা সম্ভব নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে। ভাবনাকে বাস-বায়নই হবে সত্যিকারের আইডিয়ার প্রতিফলন। নিজের কাছে খারাপ লাগলে প্রাদা বা ভারসেস চর্চাও সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবে না। বলিউডের আইটেম গার্ল মনিষা লাম্বা এসব কথা লিখেছেন তার ব্লগে। তিনি আরো লিখেছেন, ‘আমার দৃষ্টিতে সেই লোকটিই সবচেয়ে সুন্দর যিনি মস্তিস্কের দিক থেকে সুন্দর।’