বার্তা ৭১ ডট কমঃ গ্রামীণফোনের প্রধান নির্বাহীকে (সিইও) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তাদের আগামী বৈঠকে তলব করেছে। রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণফোনের কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে বলে কমিটি মনে করছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, গ্রামীণফোন তার কর্মীদের গণছাঁটাই করছে। এতে শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে বলে কমিটি মনে করে। গ্রামীণফোনের প্রধান নির্বাহীর কাছে কমিটি জানতে চাইবে, কোন আইনে এই গণছাঁটাই করা হচ্ছে।
কমিটি মনে করে অনেক মেধাবী তরুণ-তরুণী গ্রামীণফোনে চাকরি করছেন। অনেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যাননি। তাদের এখন সরকারি চাকরির বয়সও নেই।
বৈঠকে কমিটির সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নাসিম ওসমান, শহীদুজ্জামান সরকার, আব্দুছ ছাত্তার ও জাকির হোসেন অংশ নেন।