বার্তা ৭১ ডট কমঃ খোলামেলা হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো আর উদ্ভট সব কর্মকান্ড করে সবসময় আলোচনায় থাকতে আগ্রহী পাকিস্তানি মডেল ও অভিনেত্রী ভিনা মালিক। হঠাৎ করেই এবার ভিনা মালিকের মনে নতুন খেয়ালের উদয় হয়েছে। তিনি এবার ঘোষণা দিয়েছেন, গানের জগতে নিজেকে পরখ করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি মডেল কাম অভিনেত্রী বীনা মালিক দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, ভালো অভিনেত্রী হওয়াটাই ছিল তার জীবনের প্রধান আকাঙ্খা। এ জন্যই তিনি চলচ্চিত্রে নামেন।
মনপ্রাণ ঢেলেই তিনি অভিনয় করে থাকেন। কিন্তু কেউ অভিনয়টাকে গুরুত্ব না দিয়ে শরীরী আকর্ষণ আর প্রেম-রোমান্স নিয়ে মাতামাতি করছেন। এজন্য মানসিক কষ্টে ভুগছেন তিনি।
সাক্ষাৎকারে তিনি বলেন, শরীর পুরনো হয়ে যায়। কিন্তু কণ্ঠ পুরনো হয় না কখনো। কণ্ঠের আবেদন চিরকালীন। তাই আমি ঠিক করেছি, কণ্ঠটাকে কাজে লাগাবো। সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো।
ভিনা মালিক আরো বলেন, ছোটবেলায় গান গাইতে খুব ভালবাসতাম। আমি এখনও বাড়িতে নিয়মিত রেওয়াজ করি। আমি এখন সিদ্ধান্ত বদলে ফেলেছি। আমার আসল লক্ষ্য অভিনেত্রী হওয়া নয়, গায়িকা হওয়া। আমি জানি, একদিন বিখ্যাত গায়িকার খেতাব জয় করতে পারবো। সেই মনোবল আমার আছে।
তার এই ঘোষণায় অনেকেই বাঁকা হাসি হেসে বলছেন, অভিনয়টা বাগে আনতে না পেরেই নাকি ভিনা এবার গলা সাধতে চান। কিন্তু গায়িকা হওয়া তো এত সহজ নয়। দেহ দেখিয়ে আর যাই হোক, গায়িকার খ্যাতি পাওয়া যায় না!