বার্তা ৭১ ডট কমঃ ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেনেন্ট কর্নেলের সঙ্গে বাংলাদেশী এক যুবতীর সম্পর্ক নিয়ে তোলপাড় চলছে। বলা হচ্ছে, শিবা নামের ওই যুবতীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ওই কর্নেল সামাজিক ওয়েবসাইট ফেসবুকে আড্ডা দিতেন। তবে শিবা নামের ওই যুবতীর সঙ্গে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে দাবি করা হচ্ছে। ভারতীয় প্রায় সব মিডিয়ায় এ বিষয়টি এখন বহুল আলোচিত রিপোর্ট। তাতে বলা হচ্ছে, ওই মহিলা গত বছর বাংলাদেশের মিলিটারি একাডেমিতে একটি কোর্স সম্পন্ন করতে আসা এক ভারতীয় শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে ফাঁদে ফেলেছিলেন। অনলাইন দ্য এশিয়ান এজ জানায়, সেই একই নারীর ফাঁদে পড়েছেন এবার এক লেফটেনেন্ট কর্নেল। বাংলাদেশী ওই নারীর সঙ্গে অনৈতিক বা অননুমোদিত সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতীয় ওই কর্নেলের বিরুদ্ধে তদন্ত চলছে। সন্দেহ করা হচ্ছে, শিবা আইএসআইয়ের এজেন্ট। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ওই কর্নেলকে রাস্থানের সুরতগড়ে নিয়োজিত করা হয়েছিল। এখন তাকে কোর্ট অব ইনকোয়ারির মুখোমুখি হতে হচ্ছে। সেনাবাহিনীর এক সূত্র বলেছেন, গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তারা ওই কর্নেলকে বাংলাদেশী ওই নারীর সঙ্গে নিয়মিত ফেসবুকে আড্ডা দেয়ার ঘটনা জানানোর পর তাকে কোর্ট অব ইনকোয়ারিতে তলব করা হয়েছে। সামরিক সূত্র বলেছেন, ওই নারীর সঙ্গে কর্নেলের সম্পর্ক হলেও তা শারীরিক সম্পর্কে গড়ায় নি। তা সাইবার ডোমেইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। শিবা নামের ওই নারী গত বছর বাংলাদেশে প্রশিক্ষণে আসা এক লেফটেনেন্ট কর্নেলকে তার প্রেমের ফাঁদে আটকেছিলেন। তখন তাদের সাক্ষাত হয়েছিল ঢাকার একটি পার্টিতে। তাদের মধ্যে পরে কথোপকথন হয়। সেই কথোপকথন টেপে ধারণ করে ওই নারী ওই কর্নেলকে গোয়েন্দাবৃত্তিতে সহায়তা করেন বলে অভিযোগ আছে।