গাজীপুর
বার্তা ৭১ ডট কমঃ গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাতে দাম্পত্য কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী কাকলীর হাত-পায়ের রগ কেটে খুন করার পর স্বামী বুলবুল পালিয়ে যায় বলে প্রতিবেশীদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে।
গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের বাদে কলমেশ্বর গ্রামের ডা. আবুর হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন নিহত কাকলীর (২৬) ও তার স্বামী বুলবুল (৩২)।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান জানান, দেড়মাস আগে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাদে কলমেশ্বর গ্রামের ডা. আবুর হোসেনের ভাড়া বাড়িতে ওঠেন।
“শনিবার রাতে দাম্পত্য কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে কাকলীর হাত-পায়ের রগ কেটে খুন করার পর বুলবুল পালিয়ে যায়।”
রোববার সকালে বাড়ির লোকজন ঘরের ভেতর কাকলীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে কাকলীর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।