বার্তা ৭১ ডট কমঃ সদ্যপ্রয়াত জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ-জুমা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। সেখানে কয়েক হাজার শুভাকাঙ্খী জানাজায় অংশগ্রহণ করেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় হাজারো ভক্ত চোখের জলে তাকে শ্রদ্ধা নিবেদন করে। পরে মরদেহ ফিউনারেল হোমে নিয়ে যাওয়া হয়।
কিংবদন্তী লেখক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মরদেহ আগামী সোমবার দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তার মরদেহ দেশে আসবে। এর আগে আগামী কাল রোববার মরদের দেশে আসার কথা উল্লেখ করা হয়ে ছিলো। বিমান টিকিট সংকটের কারণে এই বিলম্ব। পারিবারিক সূত্র এ কথা জানায়।
লেখকের পরিবারের সদস্যগণ ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন শনিবার নিউইয়র্কের স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে লাশের সঙ্গে নিউইয়র্ক থেকে ঢাকা রওয়ানা হবেন। দেশে ফেরার পর তার লাশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে জনগণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। হুমায়ূন আহমেদের ছোট ভাই আহসান হাবীব জানান, লেখককে তার শেষ ইচ্ছা অনুযায়ী গাজীপুরের নুহাশ পল্লীতে দাফন করা হবে।
উল্লেখ্য বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম পুরুল জনপ্রিয় বাংলা লেখক হুমায়ূন আহমেদ গত বৃহস্পতিবার নিউইয়র্কের ভেলভিউ হাসপাতালে ইস্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। কোলন ক্যান্সারে আক্রন্ত হয়ে ৯ মাস রোগের বিরুদ্ধে লড়াই অবশেষে তার চার দশকের বর্ণাঢ্য জীবনের যবনিকাপাত হয়।