ভারতের আসামে বাংলাদেশীদের অনুপ্রবেশ নিয়ে অভিযোগ ওঠায় তা নিয়ে আলোচনায় ঢাকা রাজি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। বুধবার আসামের গোহাটিতে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে স্থানীয় দৈনিক পত্রিকা যুগশঙ্খ।
বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে নয়া দিল্লি সফর শেষে মিজারুল কায়েস বুধবার আসাম সফর করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গোগৈ’র সঙ্গে বৈঠকে তিনি এ অভিমত ব্যাক্ত করেন।
এছাড়া খবরে ভারতের সীমান্তবর্তী রাজ্য হিসেবে আসামের সঙ্গে দ্বিপাক্ষিয় ব্যবসা বাণিজ্যের প্রসার, যোগাযোগ ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ আসাম সরকারের সহযোগিতা চেয়েছেন বলেও উল্লেখ করা হয়।
আসামে বাংলাদেশীদের অনুপ্রবেশ সম্পর্কে মিজারুল কায়েস বলেন, “অনেক রকমের অভিযোগ রয়েছে, তবে আমরা গণতান্ত্রিক দেশ, ভারতেও গণতন্ত্র রয়েছে।” তাই সুযোগ রয়েছে আলোচনার। বাংলাদেশ ও ভারতের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হয় উল্লেখ করে তিনি বলেন, “অনুপ্রবেশ নিয়েও আলোচনার সুযোগ রয়েছে।” এছাড়া অনুপ্রবেশ বিষয়ে তিনি বাংলাদেশের যা করণীয় তা আলোচনার ভিত্তিতে করারও আশ্বাস দিয়েছেন।
মিজারুল কায়েস আসাম সফরের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে দেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর সঙ্গে সার্বিক সৌহার্দ ও সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার কায়েস ত্রিপুরা সফরে যাচ্ছেন।
এদিকে আসামের দাঙ্গা পরিস্তিতি নিয়ে মঙ্গলবার স্থানীয় বোদা সম্প্রদায়ের সংগঠন বিটিসি’র প্রধান হাগ্রামা মাহিলারি বাংলাদেশী আক্রমণকারীদের দিকে যে অভিযোগের তীর ছুঁড়েছেন তা নিয়ে বুধবার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা শম্ভু সিং। তিনি আসাম সফরে এসে বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছেন, “এই দাঙ্গার মূল কারণ বা কেন ঘটেছে তা এখনই বলা সম্ভব নয়। তিনি বাংলাদেশ থেকে আসামে অনুপ্রবেশ বিষয়ে রাজ্য কর্মকর্তাদের তদন্ত করে দেখারও নাকি আশ্বাস দিয়েছেন।