প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যেতে বাধ্য করেনি বাংলাদেশ সরকার। বৃটেন সফররত প্রধানমন্ত্রী শনিবার আল জাজিরা’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বাংলাদেশ এমনিতেই জনবহুল। ইতোমধ্যে সেখানে প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থী বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।”
বাংলাদেশ নয়, রোহিঙ্গ শরণার্থীদের সহায়তা করা মিয়ানমার সরকারেরই দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
গত মাসে মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে দাঙ্গা হয়। এর পর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার চেষ্টা চালায়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সে সময় রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানালেও দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের কারণে সঙ্কটে থাকা বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে।
প্রায় দুই দশক আগে থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের অনেকেই এখনও টেকনাফের বিভিন্ন শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।