চট্টগ্রাম, ৮ আগস্ট: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী মেহের আফরোজ শাওন ও প্রকাশক সংস্থা অন্যপ্রকাশের প্রধান মাজহারুল ইসলামের বিরুদ্ধে করা মামলাটি বুধবার প্রত্যাহার করে নিয়েছেন স্বয়ং বাদী নজরুল ইসলাম।
হুমায়ূন আহমেদের ভাই মুহম্মদ জাফর ইকবাল, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেশ কিছু সাংবাদিকের অনুরোধে মামলাটি প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
গত ১ আগস্ট আইনজীবী নজরুল ইসলাম চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলাটি আমলে নিয়ে আদালত চট্টগ্রাম পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
বাদীর কৌঁসুলি কামরুল ইসলাম জানান, ফৌজদারি কার্যবিধি ২৪৮ ধারা অনুযায়ী মামলাটি তুলে নেয়ার আবেদন করা হয়। বিশিষ্ট নাগরিকদের অনুরোধে মামলাটি প্রত্যাহার করা হয়।