কোম্পানিতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্তে যে আইন মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে তাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ আয়োজিত ভাষা সৈনিক অলি আহাদ স্মরণে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭২সালে সমাজতন্ত্রের নামে সকল প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার জন্য আওয়ামী লীগের লোকেরা চেষ্টা করেছিল তা এখনও অব্যাহত।
তিনি বলেন, কোম্পানিগুলোতে আওয়ামী লীগের আমলা বা তাদের দলীয় নেতাদের নিয়োগ দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন। ব্যবসা নিয়ন্ত্রণ করতে এই আইন করা হচ্ছে। এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হবে।
তিনি বলেন, বর্তমানে রাজনীতিতে আদর্শ নেই। মাঝে মধ্যে মনে হয় রাজনীতিতে ভুল করে এসেছি। কারণ মানুষ এখন প্রধানমন্ত্রীকে সম্মান করে না।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন ও হেলেন জেনিরন খান।