বার্তা ৭১ ডট কমঃ অ্যাংলো-জার্মান জ্যোতির্বিজ্ঞানীদের একটি গবেষক দলের সদস্যরা পৃথিবীর বাইরে বাসযোগ্য একটি গ্রহের সন্ধান পেয়েছেন। অপর একটি সৌরজগতের সদস্য এইচডি ৪০৩০৭ নামের এ গ্রহটি।
নতুন এ গ্রহের ভর পৃথিবীর ভরের কমপেক্ষ ৭ গুণ। সূর্য থেকে যে দূরত্বে গ্রহটির অবস্থান, তা মানুষের বসবাসযোগ্য বলে মনে করছেন বিজ্ঞানীরা। নতুন আবিষ্কৃত ওই সৌরজগতটি পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়। ৪৪ আলোকবর্ষ দূরের এ সৌরজগতে প্রকৃতপক্ষে ৩টি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন তারা। কিন্তু তার মধ্যে একটি মানুষ বসবাসের উপযোগী বলে মনে করা হচ্ছে।
তরল পানি থাকার জন্য সেখানে আবহাওয়া খুব গরমও নয় বা খুব ঠান্ডাও নয়। গ্রহটি বেশ পুরনো। তাই সেখানে সময় ও প্রাকৃতিক বিবর্তনে পৃথিবীর মতো পরিবেশ সৃষ্টি হওয়া অসম্ভব নয়। তাছাড়া গ্রহটি সূর্যের চতুর্দিকে প্রায় একই দূরত্ব বজায় রেখে প্রদক্ষিণ করে। যার অর্থ পৃথিবী সূর্য থেকে যে ধরনের সৌরশক্তি লাভ করে, এ গ্রহটিও তার ব্যতিক্রম নয়।