ঢাকা: আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরাগকে উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থ অবস্থায় তাকে উদ্ধারের আশা করছি।’
আজ বিকেলে অপহৃত পরাগের বাড়িতে তার পিতার সাথে সাক্ষাতের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। বিমর্ষ পরাগের পিতা বিমল মন্ডল আইন প্রতিমন্ত্রীকে জড়িয়ে ধরে পরাগকে জীবিত অবস্থায় ফিরে পাওয়ার আকুতি জানান।
মন্ত্রী এ সময় বলেন,অপহরনের ঘটনাটি প্রধানমন্ত্রী জেনেছেন এবং তাকে দ্রুত উদ্ধারের জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রী মনিটরিং করছেন। পরাগকে উদ্ধারের জন্য পুলিশ ,র্যাব ও ডিবি পুলিশ তৎপরতা চালাচ্ছে।
তিনি বলেন, ‘তারা এতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই পরাগ সুস্থ্য অবস্থায় মায়ের কোলে ফিরে আসবে ।’
তিনি বিষয়টি নিয়ে রাজনীতি না করার আহবান জানান। এ সময় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ, স্থানীয় উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ , নির্বাহী কর্মকর্তা বাবুল মিয়া প্রমুখ।
অন্যদিকে বীরমুক্তিযোদ্ধা মোস্তফা মহসীন মন্টু মঙ্গলবার দুপুরে পরাগের পিতা ও আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পরেন । তিনি দ্রুত পরাগকে উদ্ধার করার দাবী জানান।
এদিকে আইন শৃংখলা বাহিনী জমি জমা ও মুক্তিপনের বিষয়টি সামনে রেখে অপহরনের জট খোলার চেষ্টা চালাচ্ছে। যে কোন মুহুর্তে পরাগকে উদ্ধার করা হবে বলে জানান ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান।
দীর্ঘ সময় পার হলেও অপহরনের কারণ সন্ধান করতে না পারায় মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মনিরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।
র্যাব-১০ এর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফিজুর রহমান সাংবাদিকদের জানান , ‘আমরা জমি-জমা ও মুক্তিপণের বিষয়টি মাথায় রেখে উদ্ধার তৎপরতা চালাচ্ছি।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নে জবাবে তিনি বলেন,কেউ এখনো মুক্তিপন চাননি।
এ দিকে অনতিবিলম্বে পরাগকে উদ্ধারের দাবী জানিয়ে মানববন্ধন করেছে পরাগের সহপাঠিরা।
আজ সকালে রাজধানির বাংলাবাজারস্থ হিড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নিয়ে এ দাবী জানান।