ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ৭ নভেম্বরের আগে প্রশাসনসহ দেশের সর্বস্তরে অস্থিরতা ছিল। জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন। তলাবিহীন ঝুড়ির নাম ঘুচিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক ৭ নভেম্বর ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের দুর্নীতিতে সাধারণ মানুষ দু:সহ জীবন-যাপন করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দুর্নীতি ও অগণতান্ত্রিক কর্মাকান্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহ্জাহান ওমর (বীর উত্তম), বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাঈল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তৃতা করেন।