ঢাকা, ২৬ নভেম্বর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশন কারখানায় পরিকিল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এ ঘটনায় সুমি বেগম এবং জাকির হোসেন নামের দুই জনকে পুলিশ আটক করেছে। পোশাক কারখানায় আগুন দিতে তাদের যে টাকা দিয়েছে তাঁকেও ধরা হয়েছে। এদের পেছনে কারা আছে তাদেরও ধরা হবে বলেও প্রধানমন্ত্রী জানান।
সোমবার জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
রোববার রাতে আশুলিয়ার দেবনায়ার ফ্যাশন কারখানায় আগুন লাগানোর চেষ্টার ঘটনা তুলে ধরে এর আগের দিন তাজরিনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে দাবি করে শেখ হাসিনা বলেন, “এটা কোনো অ্যাকসিডেন্ট নয়, পরিকল্পিত ঘটনা।
গত রবিবার দেবনায়ার ফ্যাশন কারখানার ঘটনা আমি সিসি ক্যামেরায় দেখে এসেছি উল্লেখ করে বলেন, একজন মহিলা শ্রমিক ভেতরে গিয়ে আগুন দেয়। সে আগুন দেয়ার সঙ্গে সঙ্গে আরেকজন মহিলা শ্রমিক সেখানে গিয়ে চিৎকার দেয়। আগুন নেভায় অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে।
শনিবার সন্ধ্যায় তাজরিনে অগ্নিকাণ্ডের পরদিন দেবনায়ারে আগুন লাগানোর চেষ্টার অভিযোগে সুমি বেগম ও জাকির নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেখ হাসিনা বলেন, সুমি ২০ হাজার টাকা পেয়েছে এই আগুন দেয়ার জন্য। যে টাকা দিয়েছে তাকেও ধরা হয়েছে। কিন্তু, এর পেছনে কারা আছে, তাদের বের করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে যখন বায়াররা আসে, কনট্রাক্ট সই করা হয়, তখনি এই ঘটনা ঘটানো হয়।