বার্তা৭১ডটকমঃ বিজয়ের মাস ডিসেম্বরে অসাধারণ এক বিজয় ছিনিয়ে এনেছে টাইগাররা। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ৩-২ ব্যবধানে।
প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ১৬০ রানের বড় ব্যবধানে জয়ী হয়ে শুরুতেই সিরিজ জয়ের সম্ভবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। কিন্তু মিরপুরে তৃতীয় ও চতুর্থ ওয়ানডেতে যথাক্রমে ৪ উইকেট ও ৭৫ রানে বাংলাদেশ পরাজিত হলে, শেষ ম্যাচটি পরিণত হয় অলিখিত ফাইনালে।
শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ৫ম ও শেষ ওয়ানডেতে সেই অলিখিত ফাইনালেই ২ উইকেটের দারুণ এক জয় ছিনিয়ে নেন মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন তরুণ টাইগাররা। প্রথমবারের মতো শক্তিশালী একটি দলের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
যদিও কাগজে কলমে এই নিয়ে বাংলাদেশের ১৫তম সিরিজ জয়। তবে আগের সব সিরিজ থেকে এবারের সিরিজ জয়টার মাহাত্ব্য অনেক বেশি।
এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ওদেরই মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবল ধোলাই দিলেও, বলতে গেলে সেই দলটা ছিল দ্বিতীয় সারির। এমন কি গত বছরে বাংলাদেশ থেকে ২-১ ব্যবধানে সিরিজ জিতে যাওয়া ক্যারিবিয় দলটাতেও মূল শক্তিই ছিল না।
কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই সফরে আসা পূর্ণ শক্তির ক্যারিবিয় দলটা টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ান। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলসহ দলে তারকা ক্রিকেটোরের ছড়াছড়ি। আর তারকানির্ভর দলটার বিপক্ষেই পুরো সিরিজে প্রাধান্য বিস্তার করে জয়ী হয় টাইগাররা।
এর আগে ২০১০ সালে বাংলাদেশ সফরে আসা জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ জিতেছিল বাংলাদেশ।