বার্তা৭১ডটকমঃ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে দলীয় কার্যালয় থেকে নিচে নামলে পুলিশের গাড়িতে তাকে তুলে নেয়া হয়।
ঢাকা মহানগরী পুলিশের (ডিএমপি) মুখপাত্র মাসুদুর রহমান জানান, রবিবারের অবরোধে গাড়ি ভাঙচুরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে বিরোধী দলের অবরোধের সময় রাজধানীতে সিটি করপোরেশনের একটি গাড়ি ভাঙচুরের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রবিবার অবরোধে ভাঙচুরের ঘটনার পর গভীর রাতে মো. আয়নাল নামে সিটি করপোরেশনের এক গাড়িচালক পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
মির্জা ফখরুল ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ দুই শতাধিক নেতাকর্মীকে এতে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রবিবার ভোর ৬টা থেকে আট ঘণ্টার এ অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
পুলিশ সদরদফতরের তথ্য অনুযায়ী অবরোধ চলাকালে ঢাকা মহানগরে ১৬২ জনসহ সারাদেশে ২৪০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা দেয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।
এদিকে দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।