বার্তা৭১ডটকমঃ বিরোধী দলের ডাকা বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।
বুধবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ এ আহ্বান জানান।
একই সঙ্গে তিনি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি না দিয়ে বিকল্প ভাবার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
কাজী আকরাম বলেন, হরতালের মতো কর্মসূচি না দিয়ে বিরোধী দলের উচিত তাদের দাবিগুলো সংসদে গিয়ে তুলে ধরা।
আর বিরোধী দল যাতে সংসদে যেতে পারে সেই ‘পরিবেশ’ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান এ ব্যবসায়ী নেতা।
জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার দাবিতে ১৮ ডিসেম্বর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের হরতালের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এ ব্যবসায়ী নেতা বলেন, আমরা সকল হরতালের বিপক্ষে।
কাজী আকরাম বলেন, রাজনৈতিক সহিংসতা এড়িয়ে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা সরকার ও বিরোধী দলের কাজে একটি প্রস্তাব দিবেন।
অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ও আসলাম হোসেন, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আল আমীন, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহিম এবং এফবিসিসিআই পর্ষদ সদস্যরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।