ঢাকা, ১৩ ডিসেম্বর :আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের অনুলিপি বৃহস্পতিবার ট্রাইব্যুনালের নিবন্ধকের কার্যালয়ে পৌঁছেছে।
এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করেন। তার শূন্য স্থানে এতদিন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বিচারপতি এটিএম ফজলে কবীরকে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া, বিচারপতি ফজলে কবীর ট্রাইব্যুনাল-১ এ চলে যাওয়ায় ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে ওই ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে। আর এই ট্রাইব্যুনালের নতুন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়াকে।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন আহমদ ও রায়হান রশিদ নামের ব্যক্তির সঙ্গে বিচারপতি নিজামুল হকের ১৭ ঘণ্টাব্যাপী স্কাইপি কথোপকথন চলতি সপ্তাহে সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।