বার্তা৭১ডটকম : আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে বিচারপতি নিজামুল হকের স্কাইপে কথোপকথন প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত একটি আবেদনে বলেন, ট্রাইব্যুনালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দৈনিক আমার দেশ ও সংগ্রাম পত্রিকা ওই কথোপকথন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে আসছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেন, আদেশ দেয়ার পর থেকে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা যাবে না।
আদেশের পর আইনজীবী রানা দাশগুপ্ত সাংবাদিকদের জানান, এ আদেশের অনুলিপি ওই দুই পত্রিকার সম্পাদক এবং বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ড. আহমেদ জিয়াউদ্দিন ও রায়হান রশিদ নামের ব্যক্তির সঙ্গে বিচারপতি নিজামুল হকের ১৭ ঘণ্টাব্যাপী স্কাইপি কথোপকথন চলতি সপ্তাহে সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।