বার্তা৭১ ডটকমঃ সোমবার রাতে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্র্বপের সংঘর্ষের ঘটনায় ৮ নেতাকে বহিস্কার করেছে কেন্দ্রীয় সংসদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক জরুরী বৈঠক করে সোমবার রাতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ রাসেল।
বহিস্কৃত নেতাদরে মধ্যে রয়েছেন সহ-সভাপতি শরিফুল ইসলাম রিমন, হাবিবুর রহমান রনি, আমিন আহম্মেদ চৌধুরী র্বমেল, আবদুলৱাহ হিল মাহমুদ সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান শাহিন, আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মেদ হৃদয় ও ছাত্রলীগ কর্মী শাওন।
সূত্রে জানা যায়, ক্যম্পাসে প্রভাব বিস্তার ও এলকার দখল নিয়ে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক গ্র্বপের মধ্যে সোমবার রাতের ওই সংঘর্ষ বাধে। এসময় উভয় গ্র্বপের সদস্যরা আশপাশের এলকায় বেশ কয়েকটি ককটেল, হাতবোমা ও অন্তত ২৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ এসে উভয় গ্র্বপকে নিবৃত করে। এ ঘটনায় হতাহতের সংখ্যা তিনি জানাতে পারেননি।
ক্যম্পাসে প্রভাব বিস্তার নিয়ে এই কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পৃথক গ্র্বপ রয়েছে। তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ ও রক্তারক্তির ঘটনা প্রায়ই ঘটতে দেখা গেছে।
এদিকে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ বহিস্কৃত এই নেতাদের বিরুর্দ্ধে আইন শৃঙ্খলা রৰাকারী বাহিনীকে আইননানুগ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন বলেও শেখ রাসেল জানান।